আ. লীগ সন্দেহে শিবির নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর সেখানে আওয়ামী লীগ সন্দেহে আরও এক ব্যক্তিকে মারধর এবং এক নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে।এছাড়া তিনজনকে আওয়ামী লীগ সন্দেহে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।

এদিন সন্ধ্যার পর থেকেই সরগরম ধানমন্ডির ৩২ নম্বর। সেখানে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চেয়ে মিছিল করছেন। জড়ো হয়েছিলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।

এর মধ্যেই আওয়ামী লীগ সন্দেহে ছাত্রশিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মামুনকে মারধরের ঘটনা ঘটে।

আহত এই শিবির নেতার অভিযোগ, তিনি এখানে আসার পর কিছু লোক তাকে মারধর করে। কাছেপিঠেই পুলিশ ছিল। তিনি অনেক ডেকেও পুলিশের কোনো সাড়া পাননি। এসময় আহাদ নামে ঢাকা কলেজ ছাত্রশিবিরের এক সদস্যকেও মারধরকারীরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায়।

কারা মারধর করেছে জানতে চাইলে মামুন বলেন, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় আমি জানি না। তবে কিছুক্ষণ পর বিষয়টা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য মো. তাওহীদুল ইসলাম।

এই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা যদি সরাসরি প্রতিকার চাই তাহলে আরেকটি মবের সৃষ্টি হবে। আমরা সেটা চাইনি। আমাদের নেতারা এসেছিলেন। হামলাকারী এক ব্যক্তিকে স্থানীয় ছাত্রদলের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যেন এই হামলার সমুচিত বিচার করেন সেই দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে কথা বলতে স্থানীয় ছাত্রদলের নেতাদের স্থানীয় কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে যেসব নেতা ছিলেন তাদের কেউ কথা বলতে চাননি।

এর আগে থেকেই অবশ্য ৩২ নম্বর সড়কে করা নিরাপত্তা বসিয়েছে পুলিশ। ৩২ নম্বরে ঢোকার মুখেই একটি জলকামানসহ সাজোয়া গাড়ি নিয়ে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

রাতে ঘটনাস্থলে এসে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, এখানে মব করার কোনো সুযোগ নেই। কাউকেই সে সুযোগ দেওয়া হবে না।

সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। কথা বলে, মোবাইল বা অন্যভাবে যাচাই করে নিশ্চিত না হয়ে কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

  • অভিযোগ
  • আ.লীগ
  • ছাত্রদলে
  • মারধর
  • শিবির নেতা
  • সন্দেহ
  • #