ওসি বললেন, ছাত্রলীগ নিষিদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইও নিষিদ্ধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বৃহস্পতিবার রাতে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কয়েকটি বই পাওয়া যায়। পুলিশ সেগুলো জব্দ করে নিয়ে যায়। পরদিন ওই দুই নেতাসহ ৫৫ জনের নামে মামলা করা হয়।সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক শনিবার বলেন, বইগুলো জব্দ করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই নিষিদ্ধ কিনা– এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, তাহলে বইগুলোও নিষিদ্ধ।

বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাপুরা ও কাঁঠালতলী গ্রামে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করে পুলিশ। তারা হলেন- ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার এবং জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ আলম ঢালী। পরদিন মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানকালে তাদের কাছে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস নিয়ে লেখা কয়েকটি বই এবং বঙ্গবন্ধুর ছবিসংবলিত ১০টি পোস্টার জব্দ করে পুলিশ। বইগুলোর মধ্যে রয়েছে– শেখ ফজলুল হক করিম সেলিমের লেখা ‘ভারতবর্ষের স্বাধীনতা : ঘটনাবহুল ইতিহাস’, মো. আজিজ মাহমুদের ‘মুজিব ইজ এ গ্রেটম্যান’, রুহুল আমিন বাবুলের ‘ছোটদের শেখ মুজিব’ এবং আসাদুজ্জামান খান কামালের ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’।

সিরাজদীখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা বাজারের পেছনে একটি বাড়িতে গোপন বৈঠক করে ছাত্রলীগ। সেখানে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ নাশকতার চেষ্টা ও পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর পর ওই রাতে উপজেলার দুই স্থানে অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন বই ও দলীয় পোস্টার জব্দ করে পুলিশ।

ওসি আরও বলেন, পরদিন শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫৫ জনের নামে সিরাজদীখান থানায় মামলা করা হয়।

ওসি জানান, এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সূত্র : সমকাল

  • ওসি
  • নিষিদ্ধ
  • বই
  • বঙ্গবন্ধু
  • #