৫০০ উইকেটের সফলতার দ্বারপ্রান্তে সাকিব

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সাকিব আল হাসান থেমেছিলেন ৪৯৮ উইকেটে। সিপিএলের প্রথম দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিলেন ১ উইকেট। তাতে ৫০০’র মাইলফলক থেকে আর ১ উইকেট দূরে বাংলাদেশের এই কিংবদন্তি।

৪৫৫ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে ৫০০ বা তার বেশি উইকেট আছে এখন পর্যন্ত কেবল চার জনের—রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)।

শেষ দিকে ম্যাচটা জমে উঠেছিল। শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়ের ওভার থেকে ২২ রান তুলে আশা জাগান কাইরন পোলার্ড। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪, কিন্তু শামার স্প্রিঙ্গারের প্রথম চার বলেই উঠল শূন্য রান। শেষ বলে ছক্কা হাঁকালেও হারের ব্যবধান কমল শুধু ৮ রানে।

ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে ওপেনার কলিন মানরোর ব্যাটে (১৮ বলে), এরপর পোলার্ড করেছেন ২৮ বলে ৪৩। বল হাতে ম্যাকয় ৩৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

অ্যান্টিগার হয়ে অধিনায়ক ইমাদ ওয়াসিম খেলেছেন ২৭ বলে ৩৯ রানের ইনিংস। ফ্যাবিয়ান অ্যালেন ঝড় তুলেছেন ২০ বলে ৪৫ রানে।

  • ৫০০ উইকেট
  • সাকিব আল হাসান
  • #