সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার, এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ৭১ বছর বয়সি বিভুরঞ্জন চাকরি করেন ‘আজকের পত্রিকা’য়। এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন। 

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হন বিভুরঞ্জন। শুক্রবার সকালেও তিনি ফেরেননি। মোবাইল ফোনটি তিনি বাসায় রেখে গেছেন।

কারো কাছে তার কোনো তথ্য না পেয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে ঋত সরকার।

সেখানে তিনি বলেছেন, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য রওনা করেন তার বাবা। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি।

আমরা বাবার অফিসে (বনশ্রী) খোঁজ নিই এবং জানতে পারি যে তিনি অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম।

যোগাযোগ করা হলে রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলছেন, আমরা খোঁজখবর নিচ্ছি। তবে উনি ফোনটা বাসায় রেখে গেছেন। ফোনটা সাথে থাকলে হয়তো খুঁজে পেতে সুবিধা হত।

 

  • জিডি
  • নিখোঁজ
  • বিভুরঞ্জন সরকার
  • সাংবাদিক
  • #