কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে
প্রতীকী ছবি

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় বিরোধের জের ধরে এক যুবককে হত্যা করা হয়েছে। কাঁটাবিল মসজিদের সামনে শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মোহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাঁটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশে রওনা হন অপু ও মোহরম। কাঁটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল যুবক তাদের ওপর হামলা করে। এ সময় মোটরসাইকেল থেকে অপুকে নামিয়ে নেয় তারা। চালক মোহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত মোহরম মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদকসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তার ওপর হামলা করেছে। তবে কারা হামলা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। যার মধ্যে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মামলাও আছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

  • কুপিয়ে
  • কুমিল্লা
  • যুবক
  • হত্যা
  • #