সাতক্ষীরায় যুবকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ওয়াবদাহ সড়কের পাশে থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিজন কুমার পাইথালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। খবর শুনে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

  • উদ্ধার
  • যুবক
  • লাশ
  • সাতক্ষীরা
  • #