সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত ২১ আগস্ট চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যংকক গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকা ফেরার কথা ছিল। কিন্তু থাইল্যান্ড চিকিৎসক পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং পরামর্শ নেওয়ার জন্য।
সে মোতাবেক ৩০ আগস্ট সিঙ্গাপুর গেছেন নজরুল ইসলাম খান। ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন।
তিনি গত ২ সেপ্টেম্বর চিকিৎসকের পরামর্শে বুধবার (৩ সেপ্টেম্বর) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন।