মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

:
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ওয়াহিদ মোল্লা গ্রুপ এবং উজির আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে আজ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদের মধ্যে সোহেল ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৮ জন গুলিবিদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে, তাদের মাথায় গুরুতর আঘাত রয়েছে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, এমন কোনো ঘটনার খবর এখনো আমাদের কাছে আসেনি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • গুলিবিদ্ধ
  • বিএনপি
  • মুন্সীগঞ্জ
  • সংঘংর্ষ
  • #