থানার পাশে সালিশে ছুরিকাঘাতে যুবক খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাশে সালিশে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে থানার পাশে একটি সালিশ দরবার হচ্ছিল। সেখানে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে জয়কা ইউনিয়নের খিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মজলু মিয়াকে (৩০) প্রতিপক্ষ ছুরিকাঘাত করে।

ওসি বলেন, মজলুকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের উাদ্যোগ গ্রহণ কর হয়েছে।

  • করিমগঞ্জ
  • কিশোরগঞ্জ
  • খুন
  • ছুরিকাঘাত
  • যুবক
  • #