বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের (বাবেশিকফো) কেন্দ্রীয় সভাপতি সাইদুল হাসান সেলিম গতকাল সোমবার (৬ মে) দুপুর সোয়া ৩টা নাগাদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে তিনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চযোগে ভোলা যাওয়ার পথিমধ্যে হার্ট অ্যাটাক হলে দ্রুত ভোলা পৌঁছা মাত্র অপেক্ষমান অ্যাম্বুলেন্সে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সারাজীবন শিক্ষক সমাজের অধিকার আদায় ও আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। শিক্ষকদের সামনের সাড়িতে থেকে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। শিক্ষকদের বিপদে-আপদে রাতদিন ছুটে গেছেন ক্লান্তিহীন। তাঁর মৃত্যুতে দেশ একজন সত্যিকারের আদর্শ শিক্ষক নেতাকে হারাল।