বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বাড়ছে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার ধরা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। আগামী বছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কমছে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরে এনইসিতে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়।
পরবর্তী অর্থবছরের এডিপির মধ্যে এক লাখ কোটি টাকা দেবে বিভিন্ন উন্নয়ন সহযোগী। আর বাকি এক লাখ ৬৫ হাজার কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে মূল এডিপির আকার ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা।
আগামী ১৬ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন এডিপি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

#