‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেব’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাকে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানিয়েছেন, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাড়ি ফিরছিলেন। বড়বাড়ী বাসস্ট্যান্ডে নামার সময় একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে জোরপূর্বক গাড়িতে তুলতে চেষ্টা করে। পা ওঠাতে না পারায় তারা পালিয়ে যায়। তবে হামলাকারীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং হুমকি দেয়, ‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো। আজ তোর জীবনের শেষ দিন’। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মাজেদুর রশীদ জানান, আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের আইনগত শাস্তির দাবি জানিয়েছেন।

বড়বাড়ী থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টার দিকে হামলা করা হয়। আহত আব্দুর রহমান বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আহত আব্দুর রহমান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদ মনোনীত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

  • আব্দুর রহমান
  • গণঅধিকার পরিষদ
  • গাজীপুর
  • দুর্বৃত্ত
  • হামলা
  • #