রমনা পার্কের লেকে ভাসছিল লাশ

:
প্রকাশ: ২৭ minutes ago

রাজধানীর রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম ওয়াসিমুল হক (৫৫)।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ওয়াসিমুল জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে লেকে ভেসে ওঠার পর খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এসআই মিজানুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ওয়াসিমুল হক সাবেক এক সচিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। কোনো সন্তান ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে থাকতেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

  • রমনা পার্ক
  • লাশ
  • লেক
  • #