সীতাকুণ্ডের পাহাড়ে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ১৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে এক জন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের দুর্গম পাহাড়ের জঙ্গল সলিমপুর ও আলীনগর পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাতে থেকেই দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। রাতভর থেমে থেমে চলতে থাকা সংঘর্ষ এবং গুলাগুলির এক পর্যায়ে শনিবার ভোরে পরিস্থিতি তীব্র আকার ধারণ করে।

এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধরা হলেন জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরো অনেকে আহত হওয়ার খবর পেয়েছি। তবে সংঘর্ষের বিষয়ে আমরা এখনো বিস্তারিত বলতে পারছি না।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত থেকে সংঘর্ষের কথা শুনেছি। তবে কে বা কারা এ সংঘর্ষে জড়িয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত নই। খবর পেয়েই বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়েছে।

  • গুলিবিদ্ধ
  • গোলাগুলি
  • নিহত
  • পাহাড়
  • সীতাকুণ্ড
  • #