খুলনায় মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দলের সক্রিয় সদস্য ছিল বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এছাড়া তিনি ইট বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, ‘নিহত ইমরান মুন্সি খুলনার গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে জানতে পেরেছি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি এবং বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’

  • খুলনা
  • গুলি
  • হত্যা
  • #