দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়েছে। ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ টাকার গণ্ডি পেরিয়েছে। দুই দিনের ব্যবধানে নতুন করে দাম বাড়িয়ে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরি ২ লাখ ৭২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় তা সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে বাজারে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯১ হাজার ৫৩৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর মোট ৬১ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।