পরকীয়ায় বাধা দিয়ে খুন হলেন ছেলে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৮ minutes ago

চট্টগ্রামের ফটিকছড়িতে মা হামিদা বেগমের পরকীয়ায় বাধা দিয়ে খুন হলেন তার একমাত্র ছেলে কামরুল হাসান কাউছার (২১)। সোমবার (৬ অক্টোবর) লাশ উদ্ধারের পর মা হামিদা বেগমকে পুলিশ আটক করলেও মায়ের কথিত প্রেমিক সিএনজি অটোরিকশা চালক করিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সোমবার (৬ অক্টোবর) নিহত কাউছারের নানি ফরিদা বেগম বাদী হয়ে হামিদা বেগম ও তার কথিত প্রেমিক করিমকে আসামি করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সরেজমিন গেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হামিদার স্বামী কামাল ভুঁইয়া বিগত দুই বছর ধরে দুবাই থাকেন। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে হামিদা সেমিপাকা বাড়িতে বসবাস করে আসছেন।

অপরদিকে, পার্শ্ববর্তী ভূজপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক করিম গাড়ি চালানোর সুবাদে হামিদা বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।

অটোচালক করিম কাউছারদের বাড়িতে রাত বিরাতে আসা-যাওয়ার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে কয়েক দফা হামিদা বেগমকে শাসালেও তাতে কর্ণপাত করেনি সে। উচ্ছৃঙ্খল চলাফেরার কারণে এলাকাবাসীর কাছে উগ্র স্বভাবের মেয়ে হিসেবে পরিচিত হামিদা।

এলাকার বাসিন্দা পেয়ারুল ইসলাম জানান, ঘটনার দিন ৫ অক্টোবর রাতে হামিদার ঘরে রাতযাপন করে অটোচালক করিম। তখন কাউছার ঘরে থাকলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই মেয়েকে পার্শ্ববর্তী নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরদিন সকালে চালক করিমের মাধ্যমে কাউছারের অসুস্থতার খবর পেয়ে মেয়েরা নানা বাড়ি থেকে এসে দেখতে পান বিছানায় ভাইয়ের নিথর দেহ পড়ে আছে। পাশে বসে মা কান্না করছে। তখন দুই বোনের কান্নার চিৎকার শুনে আমরা প্রতিবেশীরা গিয়ে দেখি কাউছারের ক্ষতবিক্ষত মরদেহ।পরে ভূজপুর থানা পুলিশ এসে সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।

নিহত কাউছারের বাবা দুবাই প্রবাসী কামাল ভুঁইয়া ছেলের মৃত্যুর খবরে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দেশে আসেন। তিনি বলেন, আমার ছেলেটি একেবারে শান্ত স্বভাবের। কারো সঙ্গে কোনো ঝামেলায় ছিল না। জানতে পেরেছি অটোচালক করিমের আসা-যাওয়া নিয়ে কাউছারের সঙ্গে প্রায় সময় তার মায়ের ঝগড়া হত। সোমবার সকালে আমার শ্যালকের মাধ্যমে জানতে পারলাম ছেলে মারা গেছে। পুলিশের ভিডিওতে দেখেছি লাশের শরীরে আঘাতের চিহ্নও রয়েছে একাধিক। তিনি ছেলে হত্যার বিচার দাবি করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা হামিদা বেগম স্বীকার করেছে পরকীয়ার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • খুন
  • চট্টগ্রাম
  • পরকীয়া
  • ফটিকছড়ি
  • বাধা
  • #