উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এমন ৩৪টি ঘটনায় ৩৭ জনকে আটক করা হয়েছে। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। আজ দেশের ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।
বিকেলে ভোট শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, ভোটের হার ৩০ থেকে ৪০ শতাংশের মাঝামাঝি হতে পারে। আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে। যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছি আর দুটি কেন্দ্রে ভোট স্থগিত করে দেওয়া হয়েছে।’
সিইসি বলেন, আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের তথ্যমতে ৩৪টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটক হয়েছেন ৩৭ জন। এসব সংঘর্ষ হয়েছে ভোটকেন্দ্রের বাইরে। ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় কেউ কেউ আহত হয়েছেন।
সিইসি জানান, ১০ হাজার ৩৯৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে।