হৃদরোগে খুলনা কারাগারের হাজতির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

খুলনা জেলা কারাগারের বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জয়নাল আবেদীন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

জয়নাল আবেদিন খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং আশরাফ হোসেনের ছেলে। তাছড়া তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেড. এ. মাহমুদ ডনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস (হার্ট ফাউন্ডেশন) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে পুলিশি পাহারায় তাকে ঢাকায় নেওয়ার পথে রওনা হলে গোপালগঞ্জে পৌঁছানোর পর তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে খুলনা মেডিকেল নেওয়া হয়েছিল। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করেন চিকিৎিসক। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • কারাগার
  • খুলনা
  • মৃত্যু
  • হাজতি
  • হৃদরোগ
  • #