অনির্দিষ্টকালের জন্য চমেকের ডেন্টাল ইউনিট বন্ধ ঘোষণা

:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ভঙ্গুর অবকাঠামো, যন্ত্রপাতির স্বল্পতা ও চিকিৎসাসেবায় নানাবিধ সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এর ডেন্টাল ইউনিটে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।  সোমবার ডেন্টাল ইউনিট ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় চিকিৎসাসেবা না পেয়ে ফিরে গেছেন অনেক রোগী। প্রতিদিন চট্টগ্রাম ও আশপাশের জেলার শত শত রোগী এই ইউনিটে চিকিৎসা নেন।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, গত এক সপ্তাহ ধরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ইউনিটের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, অবিলম্বে চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান ডেন্টাল ইউনিটের অবকাঠামো উন্নয়ন, আধুনিক সরঞ্জাম সরবরাহ ও স্টেরিলাইজেশন ব্যবস্থার সংস্কার করতে হবে। রোগীদের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। সাময়িকভাবে রোগীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান ছাড়া সেবা দেওয়া আর সম্ভব নয়।

  • ইউনিট
  • ঘোষণা
  • চমেক
  • ডেন্টাল
  • বন্ধ
  • #