জালিয়াতি করে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া সেই বিএনপি নেতা সবুর খানকে অপসারণ

: রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল)
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

অবশেষে বরিশালের বানারীপাড়ায় শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়া সেই বিএনপি নেতা সবুর খানকে অপসারণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পেয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশে অপসারণ করে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল সভাপতি পদ থেকে সবুর খানকে বাদ দেওয়া সংক্রান্ত বোর্ডের চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেন। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত ওই পত্রে সবুর খানকে বাদ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানকে সভাপতি মনোনীত করে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ থেকে সবুর খানকে বাদ দিয়ে ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসে বরিশাল শিক্ষা বোর্ড বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  অনুমোদন দেয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর খানকে সভাপতি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী স্কুল কমিটির সভাপতি হতে হলে তাকে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক  বিদ্যালয়ে কমিটি গঠনের সময়ে দেওয়া জীবনবৃত্তান্তে  সবুর খান নিজেকে বিএ পাস উল্লেখ করেন। কিন্তু এর  অনুকূলে তিনি তার শিক্ষাগত যোগ্যতার সনদের কোনো কপি জমা দেননি।

  • অপসারণ
  • জালিয়াতি
  • বিএনপি নেতা
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • সবুর খান
  • সভাপতি
  • #