যাত্রাবাড়ীতে কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শুক্রবার ভোরে হিমু ওরফে কালু (১৭) নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতসহ একাধিক রক্তাক্ত জখম রয়েছে। পুলিশ ধারণা, তাকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ দক্ষিণ যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের মেডিবাংলা হাসপাতালের পাশের গলি থেকে ওই কিশোরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

সাইফুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতে জখমসহ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, হিমুর মা রেখা বেগম খুদ্র ব্যবসায়ী। সে পড়াশোনা করে না। সে মা-বাবার সঙ্গে মীর হাজারীবাগ এলাকায় থাকত। তবে কারা এবং কেন হিমুকে হত্যা করেছে, সে বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি।

  • উদ্ধার
  • কিশোর
  • মরদেহ
  • যাত্রাবাড়ী
  • রক্তাক্ত
  • #