বোয়ালমারীর কাদিরদী বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০ দোকান

:
প্রকাশ: ২ দিন আগে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০টি দোকান পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের নাছির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুনে ওই বাজারের ঔষধের দোকান, কাপড়ের দোকান, কসমেটিক, খাবার হোটেল ও মুদি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

খবর পেয়ে মধুখালি ও বোয়ালমারী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম জানিয়েছেন ২০টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীদের দুই থেকে তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বোয়ালমারী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ মোল্লা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

  • আগুন
  • কাদিরদী বাজার
  • বোয়ালমারী
  • ভয়াবহ
  • #