চা-বিস্কুট খাইয়ে জামাইকে হত্যা, শ্বশুর পলাতক

:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কোদালের আঘাতে এক জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (৪০)। তিনি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত শ্বশুরের নাম শান্তি চন্দ্রশীল (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুর বাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে সেই অর্থ ও গয়না ফেরত চান। সেখানে শ্বশুর শান্তি চন্দ্রশীল প্রথমে তাকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করেন। কিছুক্ষণ পর শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শান্তি চন্দ্রশীল মাটিকাটার কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর শান্তি চন্দ্রশীল, তার মেয়ে মনিকা ও পরিবারের অন্য সদস্যরা ঘর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাজুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চা-বিস্কুট
  • জামাই
  • পলাতক
  • শ্বশুর
  • হত্যা
  • #