ধানমন্ডি লেকে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

:
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

বুধবার (২২ অক্টোবর) সকালে ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের পেছনের অংশে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে রাতে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি।

এসআই বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে ছিল কালো টি-শার্ট ও কালো জিন্স। প্রযুক্তির সহায়তায় যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান।

  • ধানমন্ডি
  • যুবক
  • লাশ
  • লেক
  • #