মর্গে মৃত তরুণীকে ধর্ষণের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত তরুণীর সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন নৃশংস ঘটনা আগে কখনও ঘটেনি। এটি মানবতার চূড়ান্ত লঙ্ঘন। এ ঘটনায় জড়িত লাশবাহক আবু সাঈদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, লাশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের। একটি সংরক্ষিত জায়গা মর্গে এমন ঘটনা ঘটানো প্রশাসনিক ব্যর্থতা ছাড়া কিছুই নয়। দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করেন। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মী ও নিহত তরুণীর পরিবার-পরিজন অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর পারিবারিক কলহের জেরে ২০ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেন। পরদিন (২০ অক্টোবর) হালুয়াঘাট থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্তের সময় মৃতদেহে শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গেলে বিষয়টি প্রকাশ পায়। তদন্তে জানা যায়, হালুয়াঘাট থানা থেকে লাশ বহনকারী ডোম আবু সাঈদ এ জঘন্য কাজটি করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে।

  • ধর্ষণ
  • প্রতিবাদ
  • মর্গ
  • মানববন্ধন
  • মৃত তরুণী
  • #