টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ উদ্ধার ৪৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারী, শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাদের মধ্যে ৪১ জন উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক। উদ্ধার ভুক্তভোগীদের মধ্যে ১২টি শিশু, ২৭ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে।

গতকাল ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের পিরিচ ভাঙ্গা পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে এসব ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীচক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সালাহউদ্দীন বলেন, ভুক্তভোগীদের প্রাথমিক জিজ্ঞাসায় জানা গেছে, পাচারকারীচক্র বিদেশে উচ্চবেতনে চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপন এবং স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া যাওয়ায় উদ্বুদ্ধ করে। পরে তাদের রাজি করিয়ে বাহারছড়ার পিরিচ ভাঙ্গা পাহাড়ের গোপন আস্তানায় জড়ো করে সুবিধাজনক সময়ে ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

  • উদ্ধার
  • টেকনাফ
  • নারী
  • শিশু
  • #