বাগেরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাগেরহাটের কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে আরমান শেখ (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। এর আগে বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

আটক আরমান শেখ কচুয়ার ধোপাখালী ইউনিয়নের মাধিবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের অভিযোগ- শুক্রবার বিকেলে শিশুটিকে একটি দোকানের পিছনে নিয়ে যায় আরমান। পরে বাথরুমের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনা জানাজানি হলে কচুয়া থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, ধর্ষণের অভিযোগে আমরা অভিযুক্ত আরমানকে আটক করেছি। আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। আগামীকাল বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পরীক্ষা করা হবে।

  • অভিযোগ
  • আটক
  • ধর্ষণ
  • বাগেরহাট
  • যুবক
  • শিশু
  • #