ফরিদপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা লুটপাট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সির নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা চালিয়ে অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

গত শুক্রবার বিকেলে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকার মৃত চান মিয়ার বাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় তাঁর স্ত্রী রাশিদা বেগমের ভারতে গিয়ে চিকিৎসার জন্য জমানো আড়াই লাখ টাকা ও তাঁর মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন লুট করা হয়। একই সঙ্গে বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে তারা।

এ হামলার নেতৃত্ব দেন ফরিদপুর সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফের অনুসারী কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহেল মুন্সী। তিনি দেশীয় অস্ত্র ও শতাধিক সন্ত্রাসী নিয়ে এ হামলা চালান বলে জানিয়েছেন স্থানীয় ও ভুক্তভোগীরা।

রাশিদা বেগম বলেন, শুক্রবার দুপুরের পর আমি বাড়িতে ছিলাম না, কানাইপুর ছিলাম। তখন খবর পাই আমার বাড়ির সামনে ভেজাল হচ্ছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখি স্থানীয় মেম্বার কামাল কয়েকজনকে নিয়ে সালিশ করছে আমার বাড়ির সামনে। এ সময় মেম্বার সালিশ করে দুপক্ষকে মিলমিশ করিয়ে দিলে আমি বাড়ি চলে যাই। এর পরপর বিকেল সাড়ে ৪টার দিকে সোহেল মুন্সির নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।

রাশিদার ছেলে আহাদ মিয়া বলেন, কানাইপুর বাজারে রামখণ্ড গ্রামের রফিকের সঙ্গে আমাদের গ্রামের সেলিমের রাস্তায় সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সে সময় তাদের মধ্যে হাতাহাতিও হয়। সে ঘটনায় রফিককে আমাদের বাড়ির সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সোহেল মুন্সিকে খবর দিয়ে আনেন। তখন স্থানীয় মেম্বার বিষয়টি মীমাংসা করে দেন। তার কিছু পরেই সোহেল মুন্সি দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালান।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল মুন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় মেম্বার কামাল হোসেন মোল্লা বলেন, বিধবা রাশিদা বেগমের বাড়িতে হামলার ঘটনাটি খুবই ন্যক্কারজনকভাবে ঘটিয়েছে সোহেল মুন্সি। রাশিদার সঙ্গে রফিক ও সেলিমের ঘটনার কোনোভাবেই সম্পৃক্ততা নেই। বিধবার বাড়িতে হামলার ঘটনাটি সোহেলের পরিকল্পিত।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (অপারেশন্স) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, বিবদমান উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছি।

সূত্র : সমকাল

  • ছাত্রদল নেতা
  • ফরিদপুর
  • লুটপাট
  • হামলা
  • #