প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে অর্ধগলিত মারজিয়া সুলতানা নামে আরো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ওই ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী জয় মিয়াও মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন রূপনগর থানার এএসআই মো. মিজানুর রহমান।
তিনি বলেন, নিখোঁজ পরিবারের সদস্যরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেন। এতদিন তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না। রবিবার সেখানে দুর্গন্ধ বের হয়। বাবা মেয়ের খোঁজে ওই ভবনে তৃতীয় তলায় যান। সেখানে কাপড়ের নিচে চাপা পড়া অবস্থায় মরদেহ পাওয়া যায়। মরদেহ দেখে মো. সুলতান মিয়া দাবি করেন, এটাই তার নিখোঁজ মেয়ে মারজিয়া সুলতানার মরদেহ।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, আমরা এখন পর্যন্ত এই একজন নিখোঁজের দাবিদার পেয়েছি। যে মরদেহ পাওয়া গেল মনে হচ্ছে, এটা তাদেরই হবে। মরদেহটি পচে যাওয়ায় দেখে চেনার উপায় নাই। তাই আমরা ডিএনএ করার পর স্বজনদের কাছে হস্তান্তর করব।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে মারজিয়া। তার স্বামীর নাম জয় মিয়া। তিনি ওই ভবনের গার্মেন্টসকর্মী ছিলেন।