বিদেশফেরত যুবকসহ দুজনকে অপহরণ, সর্বস্ব লুট

:
প্রকাশ: ১ দিন আগে

চট্টগ্রামে আবুধাবিফেরত এক প্রবাসীসহ দুজনকে অপরণের ঘটনা ঘটেছে। তাদের একজনকে হাত-পা বাঁধা অবস্থায় পায় পুলিশ। প্রবাসী মো. ইমরান মুন্না (৩০) চট্টগ্রামের নজুমিয়া হাটের বাসিন্দা। তাকে আনতে বিমানবন্দর যান আত্মীয় মো. সোলেমান।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় বায়েজিদ থানার উপ-পরিদর্শক মোস্তফা আবরার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত একজনকে বায়েজিদ থানার এশিয়াটিক সোসাইটিতে আমরা হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি। রাত ১টা পর্যন্ত তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

জানা গেছে, সোমবার সকালে ইমরান মুন্না আবুধাবি থেকে চট্টগ্রাম ফেরেন। বিমানবন্দর থেকে তিনি সোলেমানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশা শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে উঠলে সেটির গতিরোধ করে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। অপহরণের প্রায় ঘণ্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাঁধা অবস্থায় খুঁজে পায় স্বজনরা। পরে অপহৃত আরেক যুবকের খোঁজ পাওয়া যায়। তাদের সঙ্গে থাকা লাগেজসহ সব জিনিসপত্র অপহরণকারীরা নিয়ে যায়।

মুন্না আবুধাবিতে থাকেন। তার বাবার অসুস্থতায় তিনি জরুরি ভিত্তিতে দেশে ফেরেন। পরে সোমবার সকালে এ অপহরণের ঘটনা ঘটে।

  • অপহরণ
  • বিদেশফেরত
  • যুবক
  • লুট
  • #