বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কোপাল দুর্বৃত্তরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় একটি ওষুধের দোকানে ঢুকে শামছুজ্জোহা পাভেল (৩০) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানে ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা্ ঘটে। গুরুতর আহত পাভেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, পাভেল সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাভেল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেউজগাড়ি পালপাড়ায় পূজামন্ডপ সংলগ্ন শিমন ফার্মেসিতে বসে গল্প করছিলেন। এ সময় বিভিন্ন অস্ত্রে সজিত একদল দুর্বৃত্ত ৫-৬টি মোটরসাইকেলে সেখানে আসে। তারা ওষুধের দোকানে বসা পাভেলের ওপর হামলা চালায়। একপর্যায়ে রামদা দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • কোপাল
  • ছাত্রদল
  • দুর্বৃত্তরা
  • বগুড়া
  • সাবেক নেতা
  • #