ঐকমত্য কমিশন ‘প্রতারণা’ করেছে : মির্জা ফখরুল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশমালা ‘প্রতারণামূলক’ অভিযোগ করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক এহসান মাহমুদের রচিত ‘বিচার সংস্কার নির্বাচন : অন্তবর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেছেন, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে তারা বিস্মিত। এ ব্যাপারে কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনুসের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপি মহাসচিব বলেন, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ-ওয়াদাবদ্ধ  এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটা নির্বাচন দেবেন…সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। আজকে যদি এর থেকে যদি কোনো ব্যতয় ঘটে, এর থেকে বাইরে যদি আপনি যান, তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই (প্রধান উপদেষ্টা) বহন করতে হবে।

বিএনপি মহাসচিব আবারও একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্ব দেন। নির্বাচন যত দেরি হচ্ছে তত বেশি সেই ফ্যাসিবাদী শক্তিগুলো ‘শক্তিশালী হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় গণসংহতি আন্দোলেনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, গ্রন্থের লেখক এহসান মাহমুদ, সাংবাদিক শাহনাজ ‍মুন্নীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

  • ঐকমত্য কমিশন
  • প্রতারণা
  • মির্জা ফখরুল
  • #