পদ্মা নদী থেকে যুবতীর কোমরে রশিবাঁধা লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদরে পদ্মা নদী থেকে কোমরে রশিবাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবতীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলিমনগর ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর চরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পদ্মার চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ৫৩ বিজিবির বাখের আলী বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায়। নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে লাশটি ৩-৪ দিনের পুরোনো। প্রায় পচে যাওয়ায় বাহ্যিকভাবে তেমন কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি। তবে কোমরে দড়ি বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশটি শনাক্তের জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • উদ্ধার
  • পদ্মা নদী
  • যুবতী
  • লাশ
  • #