চট্টগ্রামে বিএনপি কর্মী হাকিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানের মদুনাঘাট সেতু এলাকায় রাউজানের ব্যবসায়ী ও বিএনপির কর্মী আবদুল হাকিম হত্যা (৬৫) মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এসব তথ্য জানান।

বালুমহালের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আব্দুল্লাহ খোকন ওরফে ল্যাংড়া খোকন, মো. মারুফ, সাকলাইন হোসেন ও জিয়াউর রহমান। এদের মধ্যে সাকলাইন হোসেনকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে, তদন্তে আরও ১০ থেকে ১২ জনের নাম শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর সকালে ব্যবসায়ী আব্দুল হাকিম নিজ প্রাইভেটকারযোগে রাউজানের নিজ এলাকা বাগোয়ানের ‘হামিম এগ্রো ফার্মে’ যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে হাকিম গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, হাকিম হত্যার সঙ্গে জড়িতদের আমরা চিহ্নিত করতে পেরেছি। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত আব্দুল হাকিম চৌধুরী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচ খাইন এলাকার মৃত আলী মদন চৌধুরীর ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী পরিচিত ছিলেন। তার কোন দলীয় পদ-পদবী না থাকলেও তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

  • গ্রেপ্তার
  • চট্টগ্রাম
  • বিএনপি কর্মী
  • হাকিম হত্যা
  • #