নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঝিনাইদহে নিখোঁজের তিন দিন পর জরিনা খাতুন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে হরিণাকুণ্ডু উপজেলার হরিয়ারঘাট গ্রামের একটি পানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জরিনা খাতুন ওই গ্রামের আশিরউদ্দিনের স্ত্রী। বিষয়টি করেছেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। শুনেছি জরিনা খাতুন তিন দিন ধরে নিখোঁজ ছিল। তবে কি কারণে নিখোঁজ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

  • উদ্ধার
  • ঝিনাইদহ
  • নারী
  • মরদেহ
  • #