ওয়ারীতে অভাব-অনটনে গলায় ফাঁস নিরাপত্তাকর্মীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে ভাড়া বাসায় নাগর জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি অভাব অনটনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। তিনি একটি বাসায় নিরাপত্তা কর্মীর চাকরি করতেন।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ওয়ারীর হাটখোলা রোডের টিকাটুলির বাসায় ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগর জমাদ্দার গাজীপুরের জয়দেবপুর থানার টেক্কা থোরা গ্রামের মৃত জলিল জামাদ্দারের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে ওয়ারীর টিকাটুলি এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছেলে রাজিব জানান, আমার বাবা একটি বাসায় নিরাপত্তা কর্মীর কাজ করতেন। অভাব অনটনের কারণে প্রায় সময়ই তিনি দুশ্চিন্তায় থাকতেন। বাবা আমাদের কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি বাবা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এস আই) আজিজুর রহমান, আমরা খবর পেয়ে আজ সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরিবারে অভাব অনটনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

  • ওয়ারী
  • নিরাপত্তাকর্মীর
  • ফাঁস
  • #