বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তরিকুল ইসলাম ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের স্বাধীন (১৮) নামে একজন গুরুতর আহত হন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত তরিকুল ইসলাম ভুট্টো বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামের আনোয়ার হোসেন সাজুর ছেলে। ভুট্টোর সঙ্গে আগে প্রতিবেশী এক পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ ছিল।

সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ভুট্টোর মুরগির খামার থেকে বয়লার মুরগি চুরি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। এর জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে ভুট্টো ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, দুই পক্ষের মারামারিতে ভুট্টো নামে একজন নিহত ও প্রতিপক্ষের স্বাধীন নামে একজন আহত হয়েছেন। হত্যায় জড়িত থাকায় স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। এ খবর পাঠানো সময় লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

  • নিহত
  • বগুড়া
  • সংঘংর্ষ
  • #