ক্যামব্রিয়ান শিক্ষার্থী অপহরণের ৪ দিন পর লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

রাজধানীর দিয়াবাড়ী থেকে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলী থানার দিয়াবাড়ী এলাকার এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুদীপ্ত রায় রাজধানীর বারিধারায় ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ভাটারার শহীদ আব্দুল আজিজ সড়কে ক্যামব্রিয়ান কলেজের হোস্টেলে থাকতেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলী থানার এসআই সুলতান মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৭ নভেম্বর রাতে অপহরণের শিকার হন সুদীপ্ত। পরে তার বাবার কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এসআই সুলতান মাহমুদ বলেন, শাহ আলী থানার দিয়াবাড়ী এলাকার একতা টাওয়ারের একটি ফ্ল্যাটের বাথরুম থেকে শিক্ষার্থী সুদীপ্ত রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে তা পরে জানানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • অপহরণ
  • উদ্ধার
  • ক্যামব্রিয়ান শিক্ষার্থী
  • লাশ
  • #