জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। থানায় জব্দ করে রাখা বিস্ফোরকের স্তূপে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলের কর্মকর্তা, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে মারা যান। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক পদার্থ পরিচালনা করার সময় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটে। খবর-এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নওগাম থানায় বিস্ফোরণের পর আগুন গোটা থানা চত্বরে ছড়িয়ে পড়ে।

এর আগে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক উমর নবীর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাঁকে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী।

  • নিহত
  • বিস্ফোরক
  • বিস্ফোরণ
  • #