দলগুলোর সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না : সিইসি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দল না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে হয়তো নির্বাচনে একটা সংঘাত হওয়ার আশঙ্কা থাকে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তৃতীয় দিনের ১ম ধাপের ৬টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এ কথা বলেন প্রধান তিনি।

এ সময় তিনি বলেন, যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। যত ঝঞ্ঝাল, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবিলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।

তিনি আরো বলেন, আপনাদের আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য এই আচরণবিধিটা যাতে প্রতিপালন হয়। এটা নিশ্চিত করানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। আপনারা আপনাদের প্রার্থীদের এবং কর্মী বাহিনীদের দয়া করে নির্বাচনী আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করবেন এবং এটা আপনারা দলের পক্ষ থেকে নিশ্চিত করবেন। তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।
সিইসি বলেন, আমরা যে আপনাদের আলোচনায় ডেকেছি, এটা একটা রেওয়াজের অংশ।

এটা সবসময় যেকোনো জাতীয় নির্বাচনের আগে সাধারণত অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়। তার মধ্যে একটা মেজর পক্ষ হচ্ছে আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে আপনাদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

  • নির্বাচন
  • রাজনৈতিক দল
  • সিইসি
  • #