পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। আজ সোমবার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।

আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমুর্ষ অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে খুনিদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবি মাঠে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায় কিনা গোয়েন্দারা তা খতিয়ে দেখছে।

  • গুলি
  • পল্লবী
  • যুবদল নেতা
  • হত্যা
  • #