আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের অভিযানে ২৩ জঙ্গি নিহত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার কাছে আলাদাভাবে দুটি অভিযান চালিয়ে অন্তত ২৩ জঙ্গিকে হত্যা করেছে। পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশ আফগানিস্তান ও ভারতের উত্তেজনা ফুঁসে উঠতে থাকার মধ্যে এই অভিযান চলল।

পাকিস্তানের সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, তারা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় বুধবার থেকে বেছে বেছে হত্যা অভিযান শুরু করেছে।

নিহত জঙ্গিরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সহ অন্যান্য নিষিদ্ধ গোষ্ঠীগুলোর যোদ্ধা বলে জানায় তারা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহতের ঘটনার এক সপ্তাহ পর এই অভিযান চালানো হচ্ছে।

পাকিস্তানের জিও নিউজ জানায়, কুররাম জেলায় ১৯ নভেম্বরে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে চালানো অভিযানে তুমুল গুলি বিনিময়ের পর ১২ জঙ্গি নিহত হয়েছে। ওই একই এলাকায় আরেকটি জঙ্গিগোষ্ঠীর উপস্থিতির গোয়েন্দা খবরের ভিত্তিতে চালানো আরেক অভিযানে পাকিস্তানের সেনারা আরও ১১ জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছে।

 

  • অভিযান
  • আফগানিস্তান
  • জঙ্গি
  • নিহত
  • পাকিস্তান
  • সীমান্ত
  • #