বিশ্বে প্রতি ৩ নারীর একজন যৌন সহিংসতার শিকার

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বিশ্বের প্রতি তিন জন নারীর একজন যৌন সহিংসতার শিকার হচ্ছে বলে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ২০০০ সাল থেকে বিশ্বের ৮৪ কোটি নারী স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। চলতি বছর সহিংসতার শিকার নারীর সংখ্যা ৩১ কোটি ৬০ লাখ।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে যৌন সহিংসতার নতুন এক তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তথ্য বলছে, বিশ্বের ৮৪ কোটি নারী স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। যা বিশ্বের মোট নারী ও মেয়েদের প্রায় ১১ শতাংশ। অর্থাৎ প্রতি তিন জনের মধ্যে একজন নারী শিকার হচ্ছেন যৌন সহিংসতার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী পরিচালক জেফরি ফারার বলেন, ‘এই প্রতিবেদন একটি করুণ বাস্তবতা তুলে ধরে। বিশ্বব্যাপী প্রায় তিনজনের মধ্যে একজন নারী তাদের জীবনে অন্তত একবার যৌন সহিংসতার শিকার হয়েছেন। এই পরিসংখ্যানটি একবার ভাবুন—প্রতি তিনজনের মধ্যে একজন মহিলা। গত দুই দশক ধরে এই সংখ্যাটি অপরিবর্তিত রয়েছে।’

দীর্ঘস্থায়ী সহিংসতা নারীদের শারীরিক, মানসিক এবং প্রজনন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যা তাদের সন্তান, পরিবার, স্বাস্থ্য এবং সুস্থতাকে প্রভাবিত করে। দীর্ঘমেয়াদে একটি দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চলতি বছর সহিংসতার শিকার নারীর সংখ্যা ৩১ কোটি ৬০ লাখ, যাদের বয়স ১৫ বছর বা তার বেশি। সংঘাতপূর্ণ এলাকা, স্বল্পোন্নত দেশ বা জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারী নারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত।
চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল দিবসের আগে এই প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে সংগৃহীত ১৬৮টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

  • নারী
  • যৌন সহিংসতা
  • শিকার
  • #