বাউলশিল্পী আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দাবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

বাউলশিল্পী আবুল সরকারকে অবিলম্বে মুক্তি না দিলে দেশের ২০ লাখ বাউল রাস্তায় নামবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাউল সমিতির সাধারণ সম্পাদক রফিক সরকার। শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

নাগরিক প্লাটফর্ম ‘সম্প্রীতি যাত্রার’ এই আয়োজনে বিভিন্ন বাউল সুফি সংগঠনের পাশাপাশি সংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

পরিকল্পিতভাবে শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।

আহলে সুন্নত আল জামায়াতের সভাপতি মাওলানা নূরে আলম সাঈদ বলেন, তিন দিনের মধ্যে আবুল সরকারকে মুক্তি না দিলে সমস্ত বাউল-ফকির-পাগলরা রাস্তায় নামবে।

বাউলশিল্পী শাহ আলম সরকার বলেন, দেশের মাদ্রাসাগুলোতে প্রচুর অনৈতিক কর্মকাণ্ড হলেও সেগুলোর শাস্তি হয় না। অথচ একজন বাউলের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে কারাগারে নেওয়া হয়েছে।

ছাত্রনেতা মেঘমল্লার বসু বলেন, বর্তমান সরকার একদিকে লালনের অনুষ্ঠান করে, অন্যদিকে বাউল ফকিরদের নির্যাতন করে, মাজার দরগায় ভাঙচুর হলে নীরব থাকে। যেকোনো মূল্যে নয়া-ফ্যাসিবাদ রুখতে হবে।

মানববন্ধনে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও মাহাথির মোহাম্মদও বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খেজুরবাগান মোড় ঘুরে আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।

  • আবুল সরকার
  • দাবি
  • বাউলশিল্পী
  • মুক্তি
  • #