৩৬ ঘণ্টায় চারবার ভূমিকম্প : বাড্ডা-গুলশান-নরসিংদী ফল্ট লাইন তোলপাড়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ঢাকা ও আশপাশের এলাকায় পরপর চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিক অস্থিরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বাড্ডা-গুলশান-নরসিংদী ফল্ট লাইনে তোলপাড়ের ইঙ্গিত মিলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

শনিবার সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে দুটি ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি ঘটে, যার উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী; এর মাত্রা রিখটার স্কেলে ৪.৩।

এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থলও নরসিংদী এবং মাত্রা ছিল ৩.৩। আগের দিন সকালেই ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে। সব মিলিয়ে ৩৬ ঘণ্টায় চারবার ভূমিকম্প হলো ঢাকা ও আশপাশের এলাকায়।

শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বাড্ডা ও গুলশানের কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে; বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়েছে। বাড্ডার লিঙ্ক রোডে একটি ভবন হেলে পড়ার ঘটনাও স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে।

শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত এবং ৬ শতাধিক আহত হওয়ার তথ্য মিললেও আজকের ভূমিকম্পে কোনো হতাহত বা নতুন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র দুটি ভূমিকম্পের তথ্য দিলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস একই সময়ে মাত্র একটি ভূমিকম্প শনাক্ত করেছে। তাদের তথ্য অনুযায়ী, ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

একাধিক ভূকম্পন ও কেন্দ্রস্থল ঢাকার কাছাকাছি হওয়ায় নগরবাসীর জন্য ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ বিশেষজ্ঞদের। একে অশনিসংকেত হিসেবে দেখছেন তারা।।

কেন্দ্রস্থলের দিকে ভূমিকম্পের প্রভাব অনেক বেশি হয়, সময় কিছুটা বেশি স্থায়ী হলে ক্ষতি ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা।

#