মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

  • ছাত্রদল-শিবির
  • তিতুমীর কলেজ
  • সংঘংর্ষ
  • #