হল ছেড়ে খোলা আকাশের নিচে ইডেন শিক্ষার্থীরা

:
প্রকাশ: ৩৫ minutes ago

ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়াল ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হওয়া ভূমিকম্পের পর রাত ১২টার দিকে ‘ভূমিকম্প আতঙ্কে’ হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

এর আগে ভূমিকম্পের পর দেখা যায়, হলের বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়।

  • ইডেন
  • শিক্ষার্থীরা
  • হল
  • #