বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারতের চাল কেনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
উপদেষ্টা জানান, ডিসি-ইউএনওকে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কঠিন। সমস্যা সমাধানে প্রয়োজন রাজনৈতিক সরকার।
ড. সালেহউদ্দিন বলেন, ‘চালের দামটা আবার কিছুটা বাড়ছে। কোনো ক্রমেই যেন চালের দাম না বাড়ে সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনবো। এই চালটা ভারত থেকে আসবে। ভারত থেকে আসবে, কিন্তু সাপ্লায়ার সিঙ্গাপুরের।’
নির্বাচন আর গণভোট একই দিনে আয়োজন করলে খরচ বাড়বে জানিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।