অবিলম্বে আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি মহিলা পরিষদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে অবিলম্বে আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়াসহ দেশের সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিতেরও জোর দাবি জানানো হয়।

ধর্ম অবমাননার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংস্কৃতিচর্চাকে ধ্বংস করা অত্যন্ত লজ্জাজনক ও ক্ষতিকর বলে উল্লেখ করে সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার একধরনের অপচেষ্টা ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটি প্রবণতা বেশ কিছু দিন থেকেই লক্ষণীয়। একই সঙ্গে দেশের দীর্ঘদিনের মানবতাবাদী, সহনশীল ও সমন্বিত সাংস্কৃতিক ধারার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বাউল–সংস্কৃতির একজন শিল্পীকে এমন অভিযোগে গ্রেপ্তার করা মতপ্রকাশের স্বাধীনতা ও শিল্পসংস্কৃতির চর্চায় গুরুতর হুমকিস্বরূপ।

বিবৃতিতে আবুল সরকারের ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন; কেন বারবার ধর্ম অববামননার অভিযোগে এ ধরনের ঘটনা ঘটছে; কারা এর মদদদাতা, সেটি তদন্তের পাশাপাশি এই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শনাক্তকরণের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাউল সম্প্রদায়ের চিন্তা, দর্শন ও গান এই ভূখণ্ডের সাম্য, মানবিকতা এবং মুক্তচিন্তার মূল্যবোধের সাংস্কৃতিক ভিত্তিকে ধারণ করে এসেছে। এ ধরনের শিল্পীদের ওপর দমনমূলক পদক্ষেপ দেশের সাংবিধানিক অধিকার, বিশেষত মতপ্রকাশের স্বাধীনতা, শিল্পসংস্কৃতির স্বাধীনচর্চা এবং মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থি এবং একজন শিল্পীকে বিনা-অপরাধে গ্রেপ্তারের মাধ্যমে ভয়, আতঙ্ক ও দমনমূলক পরিবেশ সৃষ্টি করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

  • আবুল সরকার
  • দাবি
  • নিঃশর্ত
  • মহিলা পরিষদ
  • মুক্তি
  • #